ভারত-পাকিস্তান যুদ্ধ আজ
বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের মনে উত্তেজনার বারুদ জ্বালাতে পারে ভারত-পাকিস্তানের লড়াই। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত লড়াই বলেও আখ্যা দেওয়া যায় নিঃসন্দেহে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই যদি হয়ে থাকে বনেদিয়ানা আর ঐতিহ্যের স্মারক, ভারত-পাকিস্তান মানেই যেন উত্তেজনার পারদ আর আগুনে লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই মানে সেখানে শুধু ক্রিকেটই থাকে না। ক্রিকেট ছাপিয়ে সেখানে দুই দেশের বর্তমান রাজনৈতিক বৈরিতার কারণেই ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই রূপ নিয়েছে অন্য মাত্রার। রাজনৈতিক বৈরিতার কারণে শেষ প্রায় ১০ বছর হতে চললো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মাঠে না ভারত-পাকিস্তান। উত্তেজনাঠাসা এই দুই দলের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের একমাত্র ভরসা আইসিসি বা এসসিসির কোন ইভেন্ট। এই তো কয়দিন আগেই এশিয়া কাপে দুইবার এই দুই দলের লড়াই দেখার সৌভাগ্য হয়েছিলো ভক্তদের। মাঠের বাইরে যেমন দুই দেশের রাজনৈতিক বৈরিতা পৌঁছে গেছে তুঙ্গে, মাঠের খেলাতেই দুই দল যেন সেয়ানে সেয়ান। কেউ যেন কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। এই সর্বশেষ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিলো ভা...